অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের সহকারী প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন


মিশরের সহকারী প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন
মিশরের সহকারী প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

মিশরের সহকারী প্রধানমন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করেছেন – আরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কপটিক খৃষ্টানদের সংঘর্ষে ২৬ ব্যক্তির প্রাণহানির পর । অবশ্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরাখবর হাযেম এল বেবলাওয়ির পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেনি । তবে মিশরিয় বার্তা সংস্থাগুলো মন্ত্রীর দফতরের এক সহকারীর যে উক্তি উদ্ধৃত করেছে, তাতে বলা হয়, রবিবারের সংঘর্ষের বিষয়টি যেভাবে মোকাবেলা করা হয়েছে, তারই প্রতিবাদে তিনি পদত্যাগ করলেন । তিনি অর্থ মন্ত্রীরও দায়িত্বে ছিলেন। মঙ্গলবারে মিশরের কপটিক খৃষ্টানরা আরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত প্রতিবাদীদের স্মরণে তিন দিনের শোক পালন শুরু করেন ।

XS
SM
MD
LG