অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর আল-জাজিরা সাংবাদিককে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠালো


পিটার গেস্ট
পিটার গেস্ট

মিশর আল-জাজিরার এক সাংবাদিককে রোববার তাঁর দেশ অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়েছে। নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগে তাকে এক বছরেরও বেশি সময় আটকে রাখা হয়।

পিটার গ্রেস্ট বিমানযোগে সাইপ্রাস হয়ে অস্ট্রেলিয়া যাবার উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। মিশরের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট আব্দেল-ফাতাহ-আল-সিসি গ্রেটসের বহিষ্কার অনুমোদন করেছেন।

ঐ সাংবাদিককে ৪শ দিন আটকে রাখা হয়। গত বছর তাকে সন্তাস সংক্রান্ত অপরাধের জন্যে ৭ বছরের সাজা দেয়া হয়। মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, দ্বিতীয় একজন আল-জাজিরা সাংবাদিককেও কয়েকদিনের মধ্যে ক্যানাডায় ফেরত পাঠানো হতে পারে। ঐ কেনেইডিও-মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে ২হাজার ১৩’র ডিসেম্বরে গ্রেস্টের সঙ্গেই গ্রেফতার করা হয়। মামলায় তারও ৭বছরের সাজা হয়েছে।

মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের ১শ ৮৩জন সমর্থককে মৃত্যুদন্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রেসিডেণ্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৫জন পুলিশ কর্মীকে হত্যা করেছে।

কায়রোর বাইরে কেরদাসা গ্রামের একটি পুলিশ স্টেশনে ২০১৩ সালের অগাস্ট মাসে হামলা চালানো হয় এবং ঐ পুলিশকর্মীরা মারা যায়।

XS
SM
MD
LG