অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার সাথে সীমান্ত বন্ধ করে দিল মিশর


মিশর ও গাজা তটের সংযোগকারী রাফাহ ক্রসিং, ফাইল ছবি, ২৭শে সেপটেম্বর, ২০২১ - এএফপি
মিশর ও গাজা তটের সংযোগকারী রাফাহ ক্রসিং, ফাইল ছবি, ২৭শে সেপটেম্বর, ২০২১ - এএফপি

কর্মকর্তারা জানাচ্ছেন, সোমবার গাজা উপত্যকায় হামাসের জঙ্গি নেতাদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে, মিশর, গাজার সঙ্গে সংযোগকারী প্রধান সীমান্ত পারাপার বন্ধ করে দেয় I এ বছর এই প্রথম, পূর্ণ কর্মদিবসে রাফাহ ক্রসিং বন্ধ করা হলো I মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে যুদ্ধের সময়, মিশর কর্তৃপক্ষ এই ক্রসিং খোলা রেখেছিলেনI

মিশরের কর্মকর্তারা জানাচ্ছেন, ইসরাইল ও মিশরের মধ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতার অংশ হিসাবে, ক্রসিংটি বন্ধ রাখা হয়, তবে কতদিন তা বন্ধ রাখা হবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায় নিI

শুক্রবার ও শনিবার মুসলমানদের সপ্তাহান্তের ছুটির পর মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা রবিবার ক্রসিংটি খুলে দেয়ার খবর দেবার কয়েক ঘন্টা পরেই ক্রসিং বন্ধ করে দেয়া হয়।

(এপি)

XS
SM
MD
LG