অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতা বহিস্কৃত মিশরিয় প্রেসিডেন্ট মোরসীর যাবজ্জীবন কারা দন্ডাদেশ খারিজ হয়ে গিয়েছে


ক্ষমতা হ’তে বহিস্কৃত মিশরিয় প্রেসিডেন্ট মোহাম্মেদ মোরসীর যাবজ্জীবন কারা দন্ডাদেশ আজ মঙ্গলবার মিশরের শীর্ষ আপীল আদালতে খারিজ হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে দেয়া তিন দন্ডাদেশের এটি ছিলো দ্বিতিয়।

মিশরের শীর্ষ আপীল আদালত সাবেক ঐ প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া দু’টি যাবজ্জীবন কারাদন্ডের দ্বিতিয়টি খারিজ করে দেয় আজ মঙ্গলবার। ফিলিস্তিনী হামাস গোষ্ঠীর যোগসাজসে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেওয়া হয়েছিলো ঐ দন্ডাদেশ।এই গেলো সপ্তাহেই , ঐ একই আদালতে তাঁর বিরুদ্ধে দেওয়া এক প্রাণ দন্ডাদেশও খারিজ করে দেয়া হয়।তাঁর অনেক ক’জন সহযোগীর বিরুদ্ধে দেওয়া দন্ডাদেশও খারিজ হয়ে গিয়েছে। তবে, দু’ হাজার বারো সালে – প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে প্রতিবাদ বিক্ষোভকারিদের বেআইনীভাবে আটক ও নিগ্রহ-নিপিড়ন চালানোর দায়দায়িত্বের কারণে আরেক দন্ডাদেশে ২০ বছর কারাভোগ করতে তাঁকে হবেই।

XS
SM
MD
LG