অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে এক মসজিদে আক্রমণে নিহত ২৩৫ জন


মিশরের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার অশান্ত সিনাই উপদ্বীপের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গিরা আক্রমণ চালিয়ে ২৩৫ জনকে হত্যা করেছে। ঐ সময় মসজিদে মানুষের ভীড় ছিল অনেক। সরকারী সংবাদ সংস্থা মিনার খবরে বলা হয়েছে, “কর্তৃপক্ষ জানিয়েছেন যে জঙ্গিরা প্রাদেশিক রাজধানী এল আরিশের পশ্চিমাঞ্চলের বীর আল-আব্দ শহরের আল রাউধা মসজিদকে লক্ষ্য করে আক্রমণে চালায় কারণ ঐ সময় নিরাপত্তা বাহিনীর সমর্থকেরা সেখানে উপস্থিত ছিল।

শুক্রবার নামাজের সময় রাস্তার পাশে রাখা ৪টি গাড়ি থেকে গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, চিকিৎসার জন্য আহতদের এম্বুল্যান্সে করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আক্রমণের পরপর প্রতিবেশী ইসরায়েল মিশরের কাছে শোকবার্তা পাঠিয়েছে। ইসরায়েল ও মিশর ১৯৭৯ সালে এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে এবং তারা ঘনিষ্ঠ ভাবে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে।

XS
SM
MD
LG