অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরের প্রধানমন্ত্রী ইস্রায়েল এবং গাজার মধ্যে সমঝোতা চাইছেনঃ আক্রমণ পালটা আক্রমণ অব্যহত রয়েছে



মিসরের প্রধানমন্ত্রী এই শপথ ব্যক্ত করেন যে গাজায় ইস্রায়েলী আগ্রাসন বন্ধ করার জন্য তার দেশ আরো সক্রিয় ভূমিকা নেবে। ইস্রায়েল এবং হামাসের মধ্যে যখন তৃতীয় দিনের মারাত্মক বিমান আক্রমণ এবং পালটা আক্রমন চলছে তারি মাঝে তিনি এই সমঝোতার কথা উল্লেখ করেন।

মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল শুক্রবার গাজা সফর কালে ঐ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সফরের সময় ইস্রায়েল বিদ্ধস্ত গাজা অঞ্চলে সাময়িক ভাবে অস্ত্র বিরতি করে।

ইস্রায়েলের সামরিক বাহিনী বলছে যে তারা গাজায় দুই ঘন্টা কোন আক্রমণ চালায়নি তবে সাময়িক অস্ত্র বিরতির সময় হামাস জঙ্গিরা ইসরায়েলের ভেতরে অন্তত ৫০ টি রকেট নিক্ষেপ করেছে।

হামাস সূত্র বলছে যে শুক্রবার গাজা উত্তরাঞ্চলে ইসরায়েলী বোমা আক্রমনে ২জন ফিলিস্থিনি নিহত হয়েছে। এই সপ্তাহে উভয় পক্ষের হামলা এবং পাল্টা হামলায় ২ জন ফিলিস্থিনি এবং ৩ জন ইস্রায়েলি নিহত হয়েছে।

প্রধানমন্ত্রী কান্দিলের সফরের সময় ইসরায়েলের গাজায় হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল এবং একই শর্তে হামাসও ওই সময় ইসরায়েলে হামলা বন্ধ রাখতে একমত হয়।


মিসরের প্রধানমন্ত্রী শুক্রবার দিনের গোড়ার দিকে গাজায় পৌঁছান এবং সেখান তার ঘন্টা তিনেক অবস্থান করার কথা। মিসরের প্রধানমন্ত্রী ইস্রায়েল এবং গাজার মধ্যে সমঝোতা চাইছেনঃ আক্রমণ পালটা আক্রমণ অব্যহত রয়েছে

মিসরের প্রধানমন্ত্রী এই শপথ ব্যক্ত করেন যে গাজায় ইস্রায়েলী আগ্রাসন বন্ধ করার জন্য তার দেশ আরো সক্রিয় ভূমিকা নেবে। ইস্রায়েল এবং হামাসের মধ্যে যখন তৃতীয় দিনের মারাত্মক বিমান আক্রমণ এবং পালটা আক্রমন চলছে তারি মাঝে তিনি এই সমঝোতার কথা উল্লেখ করেন।

মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল শুক্রবার গাজা সফর কালে ঐ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সফরের সময় ইস্রায়েল বিদ্ধস্ত গাজা অঞ্চলে সাময়িক ভাবে অস্ত্র বিরতি করে।

ইস্রায়েলের সামরিক বাহিনী বলছে যে তারা গাজায় দুই ঘন্টা কোন আক্রমণ চালায়নি তবে সাময়িক অস্ত্র বিরতির সময় হামাস জঙ্গিরা ইসরায়েলের ভেতরে অন্তত ৫০ টি রকেট নিক্ষেপ করেছে।

হামাস সূত্র বলছে যে শুক্রবার গাজা উত্তরাঞ্চলে ইসরায়েলী বোমা আক্রমনে ২জন ফিলিস্থিনি নিহত হয়েছে। এই সপ্তাহে উভয় পক্ষের হামলা এবং পাল্টা হামলায় ২ জন ফিলিস্থিনি এবং ৩ জন ইস্রায়েলি নিহত হয়েছে।

প্রধানমন্ত্রী কান্দিলের সফরের সময় ইসরায়েলের গাজায় হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল এবং একই শর্তে হামাসও ওই সময় ইসরায়েলে হামলা বন্ধ রাখতে একমত হয়।

মিসরের প্রধানমন্ত্রী শুক্রবার দিনের গোড়ার দিকে গাজায় পৌঁছান এবং সেখান তার ঘন্টা তিনেক অবস্থান করার কথা।
XS
SM
MD
LG