অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের আদালত ঘোষণা করেছে দুটি দ্বীপের নিয়ন্ত্রণ সৌদী আরবের কাছে হস্তান্তর করা অবৈধ হবে


Egyptians shout slogans against Egyptian President Abdel-Fattah el-Sissi during a protest against the decision to hand over control of two strategic Red Sea islands to Saudi Arabia in front of the Press Syndicate, in Cairo, Egypt, Friday, April 15, 2016.
Egyptians shout slogans against Egyptian President Abdel-Fattah el-Sissi during a protest against the decision to hand over control of two strategic Red Sea islands to Saudi Arabia in front of the Press Syndicate, in Cairo, Egypt, Friday, April 15, 2016.

মিশরের এক আদালত মঙ্গলবার ঘোষণা করেছে যে লোহিত সাগরে দুটি দ্বীপের নিয়ন্ত্রণ সৌদী আরবের কাছে হস্তান্তর করা অবৈধ হবে।

এপ্রিল মাসে সৌদী আরবের সঙ্গে জলসীমা বিষয়ে যে চুক্তি হয তাতে তিরান ও সানফির হস্তান্তর করার কথা অন্তর্ভুক্ত ছিল।

মিশর সরকার বলেছে ওই দ্বীপগুলোর উপর সৌদী আরবের আইনগত ও ঐতিহাসিক সার্বভোমত্ব আছে। তারা সৌদী আরবের কাছে তাদেরই অঞ্চল ফিরিয়ে দিচ্ছে। কিন্তু মিশরের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হয়।

কর্মকর্তারা বলেন প্রতিবাদ বিক্ষোভ দু দেশের মধ্যে সম্পর্কের ক্ষতি করতে পারে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।

XS
SM
MD
LG