বাংলাদেশে বৃহস্পতিবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর ধর্মীয়
ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাতে সন্ত্রাসী হামলার ঘটনার
কারণে দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হলেও সাধারণ মানুষ সতর্কতার সাথে ঈদের আনন্দ
উপভোগ করেন।
সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সূচনা হয় । এ সময় মুসল্লিরা
তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানান ।
ঈদের নামাজ শেষেদেশ ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি মুনাজাত করা হয় ।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।