অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট


ভারতের সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায়ে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন অগ্রাহ্য করেছে। এর আগেই সুপ্রিম কোর্ট ইউজিসির সিদ্ধান্ত মেনে নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার তারিখ করোনা সংক্রমনের কারণে পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দেয়। তার পরেই বিহার ভোট সংক্রান্ত আবেদনটি পেশ করা হয়। আবেদনকারী অবিনাশ ঠাকুর নামে এক ব্যক্তি সর্বোচ্চ আদালতকে বলেন, আগামী নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, রাজ্যে এখনই ১ লক্ষ ৩০ হাজার ব্যক্তি সংক্রমিত। যদিও ৮৫% সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন এবং মৃত্যুর হার মাত্র ৫%, তা হলেও ভোটগ্রহণের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় না করাই উচিত। বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডি এবং পাসওয়ানের দল ভোট পিছনোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সর্বোচ্চ আদালতের ক্ষমতা নেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার। যা করার নির্বাচন কমিশন করবে এবং সেটা জনগণের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই করবে। তা ছাড়া এখনও কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। কাজেই আগে থেকে এ ব্যাপারে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই। উল্লেখ্য, ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমনের পরিপ্রেক্ষিতে যেখানেই নির্বাচন হোক না কেন বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দু'জনের বেশি যেতে পারবেন না। ভোট দেওয়ার সময় যদি কোনও ভোটারের করোনার লক্ষণ প্রকাশ পায় তবে তাঁকে একটা টোকেন ধরিয়ে দেওয়া হবে এবং সেইদিন একেবারে ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে তাঁকে ভোট দিতে হবে। এই ধরনের কিছু কিছু ব্যবস্থা আপাতত ঘোষণা করা হয়েছে এরপর অবস্থা বুঝে আরো কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ বিহারের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দেয়।

সরাসরি লিংক


XS
SM
MD
LG