অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের নাতাঞ্জ পরমাণু প্রকল্প স্থাপনায় বিদ্যুৎ বিভ্রাট 


রবিবার, ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনাটি আরো দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করা যায়, এমন অত্যাধুনিক সেন্ট্রিফিউজটি শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই, বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট ঘটে, তবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায় নিI ইরানের অসামরিক পরমাণু কর্মসূচির মুখপাত্র, বেহরুজ কামালভান্দি যেটিকে এক 'দুর্ঘটনা' বলে উল্লেখ করেনI

এর আগেও, নাতাঞ্জ প্রকল্পটিকে লক্ষ্যবস্তু করেছিল STUXNET নামক এক কম্পিউটার ভাইরাসIএছাড়াও, জুলাই মাসে প্রকল্পটির সেন্ট্রিফিউজ সমৃদ্ধকরণ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেI ইরান তার আঞ্চলিক শত্রু, ইসরাইলকে এসব দুর্ঘটনা এবং হামলার জন্য দোষারোপ ও দায়ী করেছেI

XS
SM
MD
LG