অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সাহসী সাংবাদিক, এলেনা মিলাশিনা 


রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য, চেচনিয়ায় সাংবাদিক আনা পলিটকোভস্কায়াকে হত্যা করা হয়েছিল I সেই খবরে দমে যান নি, সহযোগী সাংবাদিক, এলেনা মিলাশিনা, বরঞ্চ তাঁর সাহসিকতায় অনুপ্রানিত হয়ে চেচনিয়াকে তিনি বেছে নেন রাশিয়ার স্বতন্ত্র সংবাদপত্র 'নোভায়া গাজেটার' প্রতিনিধি হয়ে কাজ করতে I এ কাজের জন্য চেচনিয়ার নেতা, রমজান কাদিরোভসহ বহু লোকের হত্যার হুমকিও তিনি পেয়েছেন I

তাঁর মূল লক্ষ্য কাদিরভের নীতির সমালোচনা ভিত্তিক রিপোর্ট পাঠানো I চেচেন নেতা, কাদিরভের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে I কাদিরোভ জানিয়েছেন, স্বতন্ত্র সাংবাদিকতা তাঁর এলাকায় পুরোপুরি নিষিদ্ধ I

এতসব জেনেও, মিলাশিনা চেচনিয়ায় সাংবাদিকতায় মনোনিবেশ করেছেন, তাঁর অনুপ্রেরণা ঘাতকদের হাতে নিহত, তারই সহযোগী আনা পলিটকোভস্কায়া I মিলাশিনার সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ, 'রিপোর্টার্স উইথ আউট বর্ডারস' ২০২০ সালে তাঁকে সাহসিকতা পদে ভূষিত করে I

XS
SM
MD
LG