যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে প্রকাশিত মানব পাচার বিষয়ক রিপোর্টে, বিশ্বের ২৭টি দেশকে চিহ্নিত করা হয়েছে যেখানে মানব পাচার সবচেয়ে বেশী ঘটে। বাংলাদেশের নাম না থাকলেও বাংলাদেশ থেকে মানব পাচারের শিকার হচ্ছেন বহু মানুষ। মানব পাচার রোধে বাংলাদেশে সরকারের সকল মন্ত্রনালয়ের মধ্যে সমন্বয় করে এনজিওদের সঙ্গে নিয়ে গনসচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের মানবাধিকার কর্মী এ্যাডভোকেট এলিনা খান। ভয়েস অব আমেরিকবার ওয়াশিংটন ষ্টুডিও থেক তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সেলিম হোসেন।