পশ্চিমবঙ্গ তথা ভারতের অধীনে আসা ৫১ টি ছিটমহলের ৩৪ হাজার বাসিন্দাকে পিনকোড দিতে চেয়ে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রকের কাছে আরজি জানাল রাজ্যসরকার।
আগামী ৩১ শে জুলাই ভারত ভুক্তির সময় দেশের এই নতুন নাগরিকরা যাতে নিজেদের স্থায়ী ঠিকানা পেতে পারেন তারই জন্য এই ব্যাবস্থা বলে জানা গেছে। রাজ্য প্রশাসনের সদর দপ্তর সূত্রের খবর ছিটমহলের বাসিন্দারা নিজেদের রাজধানী হিসাবে নয়াদিল্লী না ঢাকা কোনটিকে বাছবেন তা আগামী ৬ই জুলাইয়ের মধ্যে ঠিক করতে হবে। সেই পর্ব মেটার পর আরেক মৌলিক অধিকার ভোটার যাতে হতে পারেন তার ব্যবসথাও করা হচ্ছে।
৫১ টি ছিটমহলের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড প্রদানের জন্য বিশেষ অভিযান চালাতে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এবং স্বরাস্ট্র দপ্তর কে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।
একই সাথে নবান্ন সূত্রের খবর ভারতীয় ভূখন্ডের নতূন সংযোজন ছিটমহলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক থানা ও তদন্ত কেন্দ্র গঠনেও দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি কে বলে জানা গেছে।
বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।