অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রেসিডেন্টের ব্যঙ্গাত্মক কার্টুন চাপিয়েছে, ফরাসি পত্রিকা 'চার্লি হেবদো' 


আরো একবার নিন্দার মুখে 'ফরাসি পত্রিকা 'চার্লি হেবদো'I এবারে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ানের ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়ে, পত্রিকাটি এখন তুর্কি কর্মকর্তাদের চরম নিন্দা আর ক্ষোভের মুখেI প্রেসিডেন্ট এরদোয়ানের একজন মুখপাত্র, ইব্রাহিম কালীন টুইটার বার্তায় বলেন, "এ ধরণের কার্টুন ছাপায় আমরা মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছিI দুঃখজনকভাবে ফরাসি এই পত্রিকাটির জীবনের প্রতি, মূল্যবোধ বা বিশ্বাসের প্রতি কোন শ্রদ্ধা নেই" I

প্রেসিডেন্ট ম্যাক্রো, ফরাসি এক শিক্ষকের মস্তকচ্ছেদের পর ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে কড়া মন্তব্য ও কর্মসূচি দিলে, ন্যাটো সদস্যভুক্ত দুটি দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকেI প্রেসিডেন্ট এরদোয়ান এ সপ্তাহের শুরুতে তুর্কি ও অন্যান্য মুসলমানদের প্রতি ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেনI

এসোসিয়েটেড প্রেস পত্রিকা জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান নিজে কার্টুনের ছবি না দেখলেও, বলেছেন, আমার দুঃখ হচ্ছে আমাকে নিয়ে নয়, দুঃখ হচ্ছে, এই একই পত্রিকা, কয়েক বছর আগে আমাদের মহানবী (স:) ব্যঙ্গাত্মক ছবি ছাপিয়েছিলI

XS
SM
MD
LG