অ্যাকসেসিবিলিটি লিংক

এরিকা ধেয়ে আসছে কারিবীয় দ্বীপগুলির দিকে


সামুদ্রিক ঝড় এরিকা কারিবীয় দ্বীপগুলির দিকে ধেয়ে আসবার প্রেক্ষিতে এসব এলাকায় ঝড়ের হুশিয়ারী সংকেত দেয়া হয়েছে I এরিকা এরই মধ্যে ডোমিনিকা দ্বীপে ৩ জনের জীবন কেড়ে নিয়েছে I প্রবল ঝড় ও বৃষ্টিপাতের দরুন দ্বীপটির বিদ্যুত ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে I ঝড়টি এরপর ভার্জিনিয়া আইল্যান্ড এবং ডোমেনিকান রিপাবলিকএ আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন I সামুদ্রিক ঝড়টি ঘুর্নিঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানতে পারে I

XS
SM
MD
LG