অ্যাকসেসিবিলিটি লিংক

এরমা এখন ফ্লোরিডার উপকুলের দিকে ধেয়ে আসছে


ঘূর্ণিঝড় এরমা, এখন ফ্লোরিডার উপকূলমুখী I দক্ষিণাঞ্চলীয় KEY ঘূর্ণিঝড়ের ইতিহাসে সবচাইতে শক্তিশালী ও ভয়ংকর বলে বিবেচিত, POINTS এ এর প্রভাবে দমকা হাওয়া বইতে শুরু করেছে I এর আগে ঘূর্ণিঝড়টি কিউবার উত্তরাঞ্চলীয় এলাকায় আঘাত হানে I ২২ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে I এরমা ক্যাটাগরি ৪ থেকে ৩ এ নেমে আসে, তবে ফ্লোরিডা উপকূলের কাছে তার শক্তি বৃদ্ধি পাচ্ছে I

ঘূর্ণিঝড়ের ইতিহাসে সবচাইতে শক্তিশালী ও ভয়ংকর বলে বিবেচিত, এরমা শনিবার রাত থেকে রবিবার সকাল নাগাদ, বাংলাদেশে রবিবার রাত নাগাদ, ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় আছড়ে পড়বে I ফ্লোরিডার গভর্নর বলেছেন, "সময় ফুরিয়ে আসছে, আপনারা নিরাপদ স্থানে চলে যান "I FEMA প্রধান বলেছেন, "ভাগ্য এখন আপনাদের হাতে "I যে তিনজন ফ্লোরিডান তাদের বাড়ী ত্যাগ করতে চান নি, তারা সকলের প্রার্থনা কামনা করেছেন I

XS
SM
MD
LG