পশ্চিমবঙ্গের আগামী বিধান সভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায় ফের ক্ষমতায় ফিরুন কিন্তু তিস্তার জলটা পেলাম না। তিস্তার জল আমাদের চাই। রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃক ভিটেতে পা রেখে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মহম্মদ এরশাদ এভাবেই তিস্তার জলের জন্য আবেদন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করে তাকে বিরল রাজনীতি বিদ বলেও উল্লেখ করেছেন।
ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের জন্য তিনি দুদেশের প্রধানমন্ত্রীকেই কৃতজ্ঞতা জানিয়েছেন। দিনহাটায় কাটানো দিন গুলির কথা সংবাদ প্রতিনিধি দের সামনে বলতে গিয়ে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবেগ তাড়িত হয়ে পড়েন। দিনহাটার-নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তার শুভেচ্ছা বার্তা নিয়ে এরশাদ সাহেবের কাছে পৌছেও যান। রাজ্য যুব লিগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ তাঁকে স্মারক পত্র দেন।প্রসংগত বলা যেতে পারে দিন তিনেকের জন্য শিচড়ের টানে পুরনো বন্ধুর টানে দিনহাটায় ফেরেন 86 বছরের এর শাদ সাহেব।