অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ায় কুখ্যাত ডিটেনশান সেন্টার মাইকেলাউই বন্ধ করা হয়েছে


Abiy Ahmed addresses a news conference in Addis Ababa, Ethiopia, Dec. 4, 2015. Ahmed became Ethiopia's prime minister April 2, 2018, and days later Maekelawi Prison was closed.
Abiy Ahmed addresses a news conference in Addis Ababa, Ethiopia, Dec. 4, 2015. Ahmed became Ethiopia's prime minister April 2, 2018, and days later Maekelawi Prison was closed.

ইথিওপিয়ায় নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পর সে দেশে প্রতিশ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে কর্মকর্তারা একটি কুখ্যাত ডিটেনশান সেন্টার বন্ধ করেছেন এবং কারাবন্দী ১১জন সাংবাদিক ও রাজনীতিকে মুক্ত করে দিয়েছেন।

তবে সাবেক বন্দী ও সাংবাদিকরা বলেছেন বহু আটক ব্যক্তিকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। তারা প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রটির প্রতীকী বন্ধ ও বন্দীদের মুক্তিদান প্রকৃত পরিবর্তনের ইঙ্গিত বহন করে কিনা।

২রা এপ্রিল আবি আহমেদ প্রধানমন্ত্রী হন। তার আগে তাঁর পূর্বসূরি হাইলি মারিয়াম দেসালেন হঠাৎ করে পদত্যাগ করার পর বিলম্বিত মনোনয়ন প্রক্রিয়া শুরু হয।

আহমেদ তাঁর পদ গ্রহণ করার সময়ে ভাষণে ঐক্যের উপর জোর দেন।

রাজধানী আদ্দিস আবাবায়, মাইকেলাউই কারাগার ও পুলিশ স্টেশন অবস্থিত।

XS
SM
MD
LG