অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়া অভিযোগ করেছে যে দক্ষিণ সুদানের সশস্ত্র গ্রুপ তাদের দেশে ১৪০জনকে হত্যা করেছে


রবিবার ইথিওপিয়ার সরকার অভিযোগ করেছে যে দক্ষিণ সুদানের সশস্ত্র গ্রুপ সীমান্ত অতিক্রম করে ১৪০জনকে হত্যা করেছে এবং বহু শিশুকে অপহরণ করেছে।

ইথিওপিয়ার কর্মকর্তারা গ্যামবেলার কাছে শুক্রবারের হামলার জন্য মুরলি বন্দুকধারীদের দোষারোপ করেন। তারা বলেন নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। বেশ কয়েকজন শিশুকে অপহরণ করে দক্ষিণ সুদানে নিয়ে যাওয়া হয়।

ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিউ রেডা, অ্যাসোশিযেটেড প্রেস সংবাদ সংস্থাকে রবিবার বলেন ইথিওপিয়ান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে হামলাকারীদের পেছনে ধাওয়া করছে।

রেডা বলেন আক্রমণকারীদের সঙ্গে দক্ষিণ সুদানিজ সরকার বা দেশের বিদ্রোহীদের নধ্যে কোন সংযোগ নেই।

XS
SM
MD
LG