অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার বাহিনী আবারও টিগ্রায়ের রাজধানীতে প্রবেশ করতে পারে 


বুধবার, ইথিওপিয়া সরকারের একজন মুখপাত্র জানান, প্রয়োজনে ইথিওপিয়ার সেনাবাহিনী কয়েক সপ্তাহের মধ্যে টিগ্রায়ের আঞ্চলিক রাজধানী মেকেলেতে প্রবেশ করতে পারেI টিগ্রায়ে অঞ্চলে ইথিওপিয়া টাস্ক ফোর্সের মুখপাত্র রেদওয়ান হুসেইন, এ সপ্তাহের শুরুতে টিগ্রায়ে পিপলস লিবারেশন ফ্রন্ট মেকেলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর, প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে সরকারি বক্তব্য রাখছিলেনI

মুখপাত্র, রেদওয়ান বলেন, প্রয়োজনে আমরা ৩ সপ্তাহের কম সময়ে মেকেলে প্রবেশ করতে পারিI ইথিওপিয়া সরকার, সোমবার দিনের শেষে রাষ্ট্রীয় মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জানায় যে, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হচ্ছেI দীর্ঘ ৮ মাস ধরে সংঘাতের পর, টিগ্রায়ের প্রাক্তন শাসক দল মেকেলেতে প্রবেশ করলে স্থানীয় জনগণ হর্ষধ্বনি দিতে তাঁদের স্বাগত জানান I

তবে টিগ্রায়ের সেনাবাহিনীর মুখপাত্র, গেতাচেউ রেদা, এসোসিয়েটেড প্রেসের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, তাঁদের যুদ্ধবিরতির ঘোষণা তামাশা মাত্র এবং তিনি টিগ্রায়ে অঞ্চল থেকে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনাদের বিতাড়িত করার সঙ্কল্প ব্যক্ত করেন I

(এপি)

XS
SM
MD
LG