অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর সদস্য হওয়ায় বৃটেনের সঙ্গে জার্মানীর ঘনিষ্ট সম্পর্ক অটুট থাকবে: চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল


ঐতিহাসিক ব্রেক্সিট ভোটে বৃটেন যে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো তারই প্রেক্ষিতে ইউরোপিয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের নেতৃবৃন্দ বেরিয়ে যেতে উদ্যত শরিক দেশ বৃটেনের সঙ্গে সম্পর্কটা এখন কেমন দাঁড়াবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে।

জার্মানীর চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল আজ জার্মান সংসদে দেওয়া ভাষনে বলেছেন, ইউরোপিয় ইউনিয়নে থাকলে যেসব সুযোগ সুবিধে ভোগ করা যায়, সেসব থেকে বৃটেন এখন বঞ্চিত হলেও নেটোর সদস্যত্ব বৃটেনের তো রয়েই যাচ্ছে এবং সেবাবদে তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রইবে অটুটই। একই সঙ্গে তিনি সতর্কতা উচ্চারনে বলেছেন, অভিবাসী সংকটের মতো গুরুত্বপুর্ণ ইস্যুগুলোর ব্যাপারে ইউরোপিয় ইউনিয়নকে সজাগ থাকতে হবে অবশ্যই এবং একই সঙ্গে সংঘবদ্ধতার মজবুতি আরো সুদৃঢ় করতে হবে যাতে আর কোন রকম ভাঙ্গন না দেখা দিতে পারে।

এ প্রসঙ্গে মার্কেল অবশ্য এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৃটেন ইইউ ত্যাগের আনুষ্ঠানিকতার কাজ শুরু না করা পর্যন্ত, বৃটেনের সঙ্গে সম্পর্ক কেমন দাঁড়াবে তা নিয়ে বাকায়দা কোনো আলোচনা হবার নয়।

XS
SM
MD
LG