অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশ থেকে আসা বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা


শুক্রবার, ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে, ২৩শে মে, বেলারুশের জঙ্গি বিমান আয়ারল্যান্ডের বাণিজ্যিক বিমান "রায়ান এয়ার"কে লিথুয়ানিয়া যাওয়ার পথে জোরপূর্বক বেলারুশে নামতে বাধ্য করার জন্য, ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের সকল উড়ান তাদের আকাশসীমায় নিষিদ্ধ করছেI

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো'র কট্টর সমালোচক, ব্লগার, রামান প্রাতাসেভিচকে লিথুয়ানিয়া যাওয়ার পথে "রায়ান এয়ার"'র বিমানটিকে জঙ্গি বিমানের সহায়তায় নামতে বাধ্য করা হয় এবং এ যাবৎ তিনি আটক রয়েছেনI

প্রাতাসেভিচ, বৃহস্পতিবার দৃশ্যত চাপের মুখে সরকার বিরোধী প্রতিবাদে অংশ নেয়া এবং দাঙ্গার মাধ্যমে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো'কে উৎখাত করার ষড়যন্ত্রে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেনI

XS
SM
MD
LG