অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন : ইউক্রেনে নতুন করে লড়াই অস্ত্র বিরতির মারাত্মক লংঘন


ইউরোপীয় ইউনিয়ন বলছে যে ইউক্রেনের পুর্বাঞ্চলে এই সপ্তায় নতুন করে শুরু হওয়া লড়াই হচ্ছে , গত ফেব্রুয়ারী মাসে স্বাক্ষরিত অস্ত্র বিরতির সব চেয়ে মারাত্মক লংঘন।

আজ বৃহস্পতিবার ব্রাসেলস এ ই. ইউ নির্বাহী কমিশনের মুখপাত্রী মায়া কচিয়ানচিচ বলেন যে সাম্প্রতিক সময়ে লড়াইয়ে নতুন করে সহিংসতা শুরু হতে পারে এবং মানুষের দূর্ভোগ বাড়তে পারে। কচিয়ানচিচ যুদ্ধে লিপ্ত পক্ষগুলোর প্রতি মিনস্ক অস্ত্রবিরতি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। ঐ চুক্তি বাস্তবায়নের উপর নির্ভর করছে মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ঢিলে কিংবা শক্ত করার।

বুধবারের নতুন করে সহিংসতার জন্য উভয়পক্ষই পরস্পরকে দোষারোপ করে । ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে এই সহিংসতা শুরু হয় ডনেটস্ক এর কাছে যখন সাজোয়া বাহিনী এবং ট্যাঙ্কের সাহায্যে প্রায় এক হাজার রুশ পন্থি বিদ্রোহী , শহরের পশ্চিম দিকে ভোর বেলা হামলা চালায়।

বিদ্রোহীরা জানায় যে এই ঘটনায় ১৫ জন অসামরিক লোক এবং যোদ্ধা প্রাণ হারায় । তবে কিয়েভে কর্তৃপক্ষ বলছেন যে অন্তত তিনজন সরকারী সৈন্য নিহত এবং আরও তিরিশজন আহত হয়েছে।

XS
SM
MD
LG