ইউরোপে বিরামহীন ভাবে যে শরনার্থীরা আসছে, তাদের জন্য সকলের দায়িত্ব ভাগাভাগি করার বিষয়ে আলোচনার জন্য, ইউরপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ সোমবার বৈঠকে বসেন। ব্রাসেল্সে ওই বৈঠক বসার একদিন আগে হাঙ্গারী এই প্রতিশ্রুতি দেয় যে যারা তাদের দেশের সীমান্ত পুলিশকে এড়াতে চাইবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ইউরোপের কয়েকটি অংশ বিশেষ করে পুর্বাঞ্চলের দেশগুলো জার্মানীকে দোশারোপ করছে ওই মহাদেশে বিপুল সংখ্যক সরনার্থীর আগমনের জন্য। জার্মানী অবশ্য ইইউর কয়েকটি সদস্য দেশের ব্যাপারে হতাশা প্রকাশ করছে কারণ তারা নবাগতদের ব্যয়ভার বা দায়িত্ব আংশিক ভাবে নেওয়ার বিষয়ে ইতস্থত করছে।