সিরিয়া থেকে হাজার হাজার অভিবাসী ইউরোপে যাওয়া অব্যাহত রেখেছে। তারা এক সঙ্কময় পরিস্থিতিতে আছে। ইউরোপীয় দেশগুলোর জন্যও এটা একটা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ, ইউরোপে অভিবাসীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেন। ড: আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।
ড: আহমেদ বলেন, “ইউরোপীয়ান দেশগুলো এ সঙ্কট মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের কাছে হঠাৎ করেই এই সঙ্কট চলে আসছে এবং এর ফলে আমরা যেটা দেখছি যে ইউরোপের রাষ্ট্রনায়করা ঠিক কি করতে হবে সেটা সম্পর্কে তারা এতোটা স্পষ্ট নয়। তাই সব কিছু মিলিয়ে আমার কাছে এটা একটা জটিল পরিস্থিতি মনে হচ্ছে।”
ড: সাইদ ইফতেখার আহমেদের সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।