অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ থেকে অভিবাসিদেরকে তুরস্কে পাঠানোর বিষয়ে চুক্তি


তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন তুরস্কে এবং ইউরোপীয়ন ইউনিয়নে আশ্রয়প্রার্থী অভিবাসির জোয়ারের বিষয়টি কোন দর কষাকষির বিষয় নয়; এটি মানবিক মূল্যবোধের বিষয়।

ইউরোপ থেকে অভিবাসিদেরকে তুরস্কে পাঠানোর বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনার করতে শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয়ন ইউনিয়ন নের্তৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

চুক্তির আওতায় আশা করা হচ্ছে তুরস্ককে ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়া হবে এবং ইউরোপিয়ন ইউনিয়নের সদস্যভুক্ত করার অঙ্গীকার থাকবে।

এ নিয়ে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন মহলের সমালোচনা উঠলেও উভয় পক্ষই চান এমন একটি চুক্তি হোক। এতে করে মানব পাচারেরর আন্তর্জাতিক চক্র যারা বিপুল অর্থের বিনিময়ে অভিবাসিদরেকে ইটালী গ্রীস তুরস্কে পাচারেরর ব্যাবসা করছে তাদেরকে থামানো সহজ হবে।

XS
SM
MD
LG