অ্যাকসেসিবিলিটি লিংক

 ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব, ইরান যাচাই করে দেখছে 


ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ২০১৫ সালের ইরান চুক্তিতে স্বাক্ষরদানকারী দেশগুলির মধ্যে যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, ইরান তা পর্যালোচনা করে দেখছেI ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান এখনো তার জবাব দেয় নিI
ইরান ও যুক্তরাষ্ট্র, কে এই চুক্তিতে যোগ দিতে প্রথম পদক্ষেপ রাখবে, তাই নিয়ে এখন দ্বিধাবিভক্তI ইরানের দাবি যুক্তরাষ্ট্রকে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা আগে তুলে নিতে হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে প্রথমে চুক্তির শর্তাবলী মানতে হবেI
ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাওয়াদ জারিফ বলেছেন, "আমরা জোসেফ বোরেলের প্রস্তাব পরীক্ষা করে দেখছিI আমরা আমাদের ঘনিষ্ট অংশীদার, রাশিয়া ও চীনের সঙ্গে শলা-পরামর্শ চালাচ্ছি এবং প্রস্তাবের উত্তর সময়মতো দেয়া হবে"I

XS
SM
MD
LG