অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউ থেকে বৃটেনের বের হওয়ার প্রভাব নিয়ে শংসয় ইউরোপিয়ন কাউন্সিল প্রেসিডেন্টের


ইউরোপীয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক বলেছেন ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেনের বের হওয়ার প্রক্রিয়ায় প্রথমেই বিবেচনায় নেয়া দরকার মানুষের জীবনের ওপর তার প্রভাব নিয়ে।

শুক্রবার তিনি বলেন ইউরোপীয়ন ইউনিয়নভুক্ত দেশগুলোর লোকেরা বৃটেনে বসবাস করেন, কাজ করেন, এবং লেখাপড়া করেন। বৃটেন এই জোট থেকে বের হলে সেখানে যারা রয়েছেন তাদের কি হবে সেটি বিবেচনায় আনা জরুরী।

ইইউ সদস্য দেশ হিসাবে বৃটেনের যে আর্থিক দায়বদ্ধতার বিষয়গুলো ছিল তাও সম্মান করা উচিৎ বৃটেনের। ইইউ জোটের বাকী ২৭টি দেশের জন্য নীতিমালা উপস্থাপন উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইইউ প্রেসিডেন্ট মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট।

ইইউ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়া ও ভবিষ্যৎ বানিজ্য সম্পর্ক বিষয়ে নীতিমালা কি হবে তা উপস্থাপন করতে বৃটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র অনুরোধ প্রত্যাখ্যান করেন ডনাল্ড টাস্ক।

EU Commission President Jean-Claude Juncker অন্যান্য দেশগুলোক ইইউ ত্যাগে উৎসাহিত করা থেকে বিরত থাকার আহবান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি।

XS
SM
MD
LG