অ্যাকসেসিবিলিটি লিংক

৭০০ অভিবাসন-প্রত্যাশী, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রাণ হারায় বলে আশঙ্কা করা হচ্ছে


Migrants who'd attempted to flee to Europe wait in Libyan coast guard detention in the coastal city of Tripoli, Libya, May 16, 2016. The country's civil war has created openings for extremists, which Western governments hope to halt.
Migrants who'd attempted to flee to Europe wait in Libyan coast guard detention in the coastal city of Tripoli, Libya, May 16, 2016. The country's civil war has created openings for extremists, which Western governments hope to halt.

এ সপ্তাহে ভূমধ্যসাগরে তিনটি পৃথক নৌকাডুবিতে, ৭০০ বেশী অভিবাসন-প্রত্যাশী, প্রাণ হারায় বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরনার্থী সংস্থা জানিয়েছে, অভিবাসন-প্রত্যাশীরা লোক পাচার করার নৌকায় করে ইউরোপে পৌছনোর লক্ষ্যে সাগর পাড়ি দেয়।

বুধবার পাচারকারীদের যে নৌকা ডুবে যায়, তাতে ছিল এদের মধ্যে প্রায় ১০০ জন। লিবিয়া থেকে একটি নৌযান আসছিল যেটি বৃহস্পতিবার ডুবে যায়। সেই নৌযানের ৫৫০ জন যাত্রী এখনও নিখোঁজ।

ইটালির পুলিশ দ্বিতীয় নৌযানের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে। সুদানের নাগরিক, ২৮ বছর বয়স্ক ওই ব্যক্তিকে যারা প্রাণে বেচেছে তারা ধরিয়ে দেয়।

তৃতীয় নৌযানটি শুক্রবার নিমজ্জিত হয়। অজ্ঞাত সংখ্যক আরোহী ছিল ওই নোযানে। প্রায় ১৩৫ জনকে ওই নোকা থেকে উদ্ধার করা হয়। ৪৫জনের দেহ উদ্ধার করা হয়। এখনও অনেক যাত্রী নিখোঁজ।

XS
SM
MD
LG