অ্যাকসেসিবিলিটি লিংক

৪ বছর পর, ইউরোপ, হোয়াইট হাউজে এক বন্ধু পেলো -উর্সুলা ভন দের লেইন 


সারা বিশ্ব থেকে জো বাইডেনের স্বপক্ষে আসছে শুভবার্তা I ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, উর্সুলা ভন দের লেইন বলেন, "যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম, ৪ বছর পরে ইউরোপ, আবারো হোয়াইট হাউজে এক বন্ধু পেলো, ইউরোপ এখন, আমাদের সবচাইতে বিশ্বস্ত ও প্রবীণ অংশীদারের সঙ্গে নুতন এক শুভ সূচনার জন্য প্রস্তুত" I

বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসন বলেন " আমাদের লক্ষ্য অভিন্ন, দুটি দেশ, হাতে হাত রেখে আমরা তা অর্জন করবো "I স্পেনের প্রধানমন্ত্রী, পেড্রো সানচেজ বলেন, "৫ বছর আগে ট্রাম্পকে আমরা ভাবতাম এক তামাশা, পরে অনুভব করলাম, তিনি বিশ্বের সবচাইতে শক্তিশালী গণতন্ত্রের ধ্বংস ছাড়া কিছু করেন নি" I

ন্যাটো মহাসচিব, জেন্স স্টল টেনবার্গ, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে স্বাগত জানিয়ে বলেন " আজ আন্তঃঅতলান্তিক জোটের নুতন অধ্যায় সূচিত হল, শক্তিশালী এক ন্যাটো জোট, উত্তর আমেরিকা এবং ইউরোপের জন্য হবে মঙ্গলময়"I

রাশিয়ার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মিখাইল গর্বাচেভ, বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক, এক গভীর উদ্বেগের বিষয়, তাদের সম্পর্ক ঝালাই করার এখন আসবে এক সুযোগ I

XS
SM
MD
LG