অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসীদের মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের আরব বিশ্বের সঙ্গে নতুন সহযোগিতার প্রয়াস


ইসলামিক সন্ত্রাসীদের মোকাবিলার জন্যে ইউরোপীয় ইউনিয়ন, আরব বিশ্বের সঙ্গে একটি নতুন সহযোগিতার প্রয়াস চালাচ্ছে। ফ্রান্সে প্রাণঘাতী হামলা এবং বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রেক্ষিতে ঐ প্রয়াস।

সোমবার কিভাবে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা যায়, সে বিষয়ে আলোচনার জন্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলসে দেখা করেন। তাঁদের সঙ্গে যোগ দেন আরব-লীগের মহাসচিব নাবিল-আল-আরাবি। ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান Federica-Mogherini মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করার ডাক দিয়েছেন।

বৃটেনের পররাষ্ট্র সচিব Phillip Hammond বলছেন, ইউরোপ এই মহাদেশের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে যথাসাধ্য করার জন্যে অঙ্গীকারবদ্ধ। তিনি বলছেন, কর্মকর্তারা সম্ভাব্য সন্ত্রাসীদের গতিবিধির ওপর নজর রাখার জন্যে আরো ভালো পদ্ধতি খুঁজছেন। যার মধ্যে রয়েছে, বিমানের যাত্রীদের তালিকা পরস্পরকে জানানো।

XS
SM
MD
LG