অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে গত দুই মাসে প্রথমবারের মতো সংক্রমণ হ্রাসের খবর 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিভাগের পরিচালক, ড: হ্যান্স ক্লুজ বৃহস্পতিবার জানান, গত দুই মাসে প্রথমবারের মতো গত সপ্তাহে, ইউরোপে সংক্রমণের হার কমেছেI কোপেনহেগেনে আঞ্চলিক সদর দপ্তরে ড: ক্লুজ বলেন, গত সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি ও রোগীদের মৃতের সংখ্যাও কমে আসেI তিনি জানান, বৃহস্পতিবার নাগাদ, ৭% ইউরোপীয় জনগণকে পুরোপুরি টিকা দেয়া সম্ভব হয়েছেI

তবে পরিচালক ক্লুজ হুশিয়ার করে বলেন, এটা নিঃসন্দেহে শুভ সংবাদ, তবে এই মারণাত্মক ভাইরাস এখনো এক বড় ধরণের হুমকি এবং বহু এলাকায় তা এখনো সক্রিয়I তিনি বলেন ব্যক্তিগত এবং সমন্বিত স্বাস্থ্য সচেতনতা এবং উদ্যোগ এই মহামারীকে পরাস্ত করতে এক প্রধান হাতিয়ার হতে পারেI

XS
SM
MD
LG