অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী নেতা অস্ত্র বিরতি এবং বন্দী বিনিময় আলোচনায় রাজি


ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী নেতা আন্দ্রেই পূর্জিন বলেন, তিনি মিন্সকে অনুষ্টিত শান্তি আলোচনায় অস্ত্র বিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি আছেন।

কোন উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই সোমবার, প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। স্বঘোষিত ডোনেটস্ক প্রজাতন্ত্রের এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পূর্জিন বলেন, তাদেরকে যদি আরো স্বায়ত্বশাসন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় তাহ’লে তারা ইউক্রেইনের অংশ হিসেবে থাকতে রাজী আছেন।

কিয়েভ এ ব্যাপারে সরকারী ভাবে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনী।

ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো সোমবার রাশিয়ার বিরুদ্ধে খোলাখুলি আগ্রাসনের অভিযোগ করেছেন। নেটোর হিসাবে, ইউক্রেইনে রাশিয়ার অন্তত ১ হাজার সেনা উপস্থিত রয়েছে। রাশিয়া বার বারই সেনা উপস্থিতির ব্যপারটি অস্বিকার করে আসছে।

আগামী বৃহষ্পতি এবং শুক্রবার ওয়েলসে ইউক্রেইন বিষয়ে নেটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইউরোপীয় নেতারা বলেন রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য নানা পথ খুঁজছে।

ওদিকে পোল্যান্ডে নাতসি বাহিনীর আক্রমণের ৭৫তম বার্ষকীর এক অনুষ্ঠানে পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টার্স্ক বলেন “ইউক্রেইন যা হচ্ছে সেটাকে যুদ্ধ হিসেবেই দেখা উচিত। যেমনটি ঘটেছিল ১৯৩৯ সালে । এবং এর পূনারাবৃতি হওয়া উচিত হয়”।

আগামী বৃহষ্পতি এবং শুক্রবার ওয়েলসে ইউক্রেইন বিষয়ে নেটোর শীর্ষ বৈঠক হতে যাচ্ছে।

XS
SM
MD
LG