অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুরো মুদ্রা অঞ্চল অন্তর্গত দেশসমুহের অর্থমন্ত্রীরা গ্রীসের ঋন-সংকট-উদ্ধার রফা অনুমোদন করেছেন ।


য়ুরো মুদ্রা অঞ্চল অন্তর্গত দেশসমুহের অর্থমন্ত্রীরা গ্রীসের ঋন-সংকট-উদ্ধার রফা অনুমোদন করেছেন ।
য়ুরো মুদ্রা অঞ্চল অন্তর্গত দেশসমুহের অর্থমন্ত্রীরা গ্রীসের ঋন-সংকট-উদ্ধার রফা অনুমোদন করেছেন ।

য়ুরো মুদ্রা অঞ্চল অন্তর্গত দেশসমুহের অর্থমন্ত্রীরা গ্রীসের ঋন-সংকট-উদ্ধার বাবদে নতুন দফায় ১৩ হাজার কোটি য়ুরো বা ১৭ হাজার এক শ’ কোটি ডলার অনুমোদন করেছেন – ব্রাসেলসে তাঁদের টানটান উত্তেজনাপুর্ণ নিস্পত্তি আলোচনার পর । এই সংকট উদ্ধারের অর্থ গ্রীস সরকারকে ২ হাজার ২০ সাল নাগাদ দেশের মোট অভ্যন্তরিন উত্পাদনের প্রায় এক শ’ ষাইট শতাংশ পরিমান ঋন দায়ের ১ শ’ ২০ শতাংশেরও বেশি পরিমান থেকে মুক্ত করবে । আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার যেটাকে কিনা সর্বোচ্চ টেকসই মাত্রা রুপে বিবেচনা করছে ।

এই রফার খবরে মঙ্গলবার য়ুরো মুদ্রার মুল্যমান অনেকখানিই বেড়ে যায় , যা কিনা গ্রীসকে আসছে মাসে সরকারী ঋনপত্র খাতের দায় পরিশোধ অপরাগতার কারনে বিপর্যয়কর অবস্থায় নিপতিত হওয়া থেকে রক্ষা করবে ।

য়রো মুদ্রা অঞ্চলের প্রধান যাঁ ক্লদ জাঙ্কার বলেন – এই ঋন-দায়-সংকট উদ্ধার গ্রীসের এবং সেই সঙ্গে য়ুরো মুদ্রা অঞ্চলেরও আর্থনীতিক স্থিতিশীলতাকে রক্ষা করবে । বলেন তবে জরুরী ভিত্তিতে প্রদত্ত পুরোটা রক্ষা করতে এ্যাথেন্সকে বেশ কিছু শর্ত অতি অবশ্যই পূরন করতে হবে ।

ইতিমধ্যে গ্রীক সরকার জনগনের অতীব অপছন্দের কৃচ্ছ্রতা ব্যবস্থা অনুমোদন করেছে – যার মধ্যে রয়েছে দেশের ন্যুনতম বেতনের ২২ শতাংশ হ্রাস এবং সরকারী খাতের ১৫ হাজার কর্ম সংস্থান বিলোপ ।

XS
SM
MD
LG