অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস নিয়ে ইউরোপীয় অর্থমন্ত্রীদের বৈঠক


গ্রীসের অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার বিষয়ক আলোচনার ফলাফলের উপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে এ রকম কথা বলার পর ইউরোপীয় অর্থমন্ত্রীরা আজ শনিবার জরুরি বৈঠক করছেন।

ব্রাসেলস এ এই বৈঠকের প্রাক্কালে , ইউরোজোনের প্রধান জিরোয়েন জিসেলব্লয়েম বলেন যে গ্রীসের এই সিদ্ধান্ত দূর্ভাগজনক যা কীনা আর আলোচনার দ্বার রুদ্ধ করেছে। তিনি আরও বলেন যে ইউরোজোন এর পরিণতি নিয়ে আলোচনা করবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রীও একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন যে গ্রীক সরকার একতরফা ভাবে আলোচনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

তবে গণভোট আয়োজনের ব্যাপারে সরকারের অনুরোধ সম্পর্কে সংসদে বিতর্কের সময়ে গ্রীক প্রধানমন্ত্রী আলেক্সি সিপ্রাসকে দাড়িয়ে করতালির মাধমে স্বাগত জানানো হয়। শনিবার আরও পরের দিকে এই প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতেই টেলিভিশন ভাষণে মি সিপ্রাস এই ঘোষণাটি দেন।

উরোপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণদাতাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর , মি সিপ্রাস এই গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানান।

XS
SM
MD
LG