"TIKTOK"ও "WECHAT"নামের দুটি জনপ্রিয় চীনা সামাজিক মাধ্যমের বিরুদ্ধে আরো একটি নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প I যে নির্বাহী আদেশ বলে, ৪৫দিনের মধ্যে "WECHAT "এবং "TIKTOK" বিক্রি না করলে, চীনের দুটি প্রযুক্তি সংস্থা, "ByteDance "এবং "TenCent"'র সঙ্গে সকল লেনদেন নিষিদ্ধ করা হবে I
"TenCent"র মালিকানাধীন"WECHAT" এবং" ByteDance"'র মালিকানাধীন" TIKTOK " এই দুটি ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম, বিশ্বে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে I
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিসংস্থা, মাইক্রোসফ্ট,"TIKTOK"কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে I