অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিন স্থগিত রাখার সিদ্ধান্ত, ভালোর চাইতে মন্দ করবে বেশি 


ইউরোপের বহু দেশ, বিশ্বের অন্যতম ব্যাপকভাবে ব্যবহৃত ভ্যাকসিন, অ্যাস্ট্রা জেনেকা'র ব্যবহার, রক্তে জমাট সৃষ্টি করতে পারে সন্দেহে স্থগিত রেখেছেI তবে, তারা এর স্বপক্ষে কোনো প্রমান যে নেই, তাও স্বীকার করেছেনI

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী যেমন বলেন," আমাদের এখনকার এই সিদ্ধান্ত একেবারে সতর্কতামূলক"I অনেক বিশেষজ্ঞদের ধারণা, স্থগিত করার সিদ্ধান্ত ভালোর চাইতে মন্দ করবে বেশিI

ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালের ভ্যাকসিন বিশেষজ্ঞ, পল অফিট ভয়েস অব আমেরিকাকে জানান, স্রেফ অনুমানের ভিত্তিতে মহামারী চলাকালীন সময় একটি কার্যকরী ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করা হবে, নিতান্তই অবিবেচক সিদ্ধান্তI তিনি প্রশ্ন রাখেন, করোনা ভাইরাস কি অনুমানের বিষয়, যে ভাইরাস প্রতিদিন লক্ষ লক্ষ জীবন কেড়ে নিচ্ছেI

বিশ্বের ৪০টি দেশ, এই ভ্যাকসিনকে ব্যবহারে জন্য অনূমোদন দিয়েছেI তবে কতিপয় দেশের অর্বাচীন সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্তকেও এখন প্রভাবিত করতে চলেছেI

XS
SM
MD
LG