অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ উত্তরণ ও উৎকন্ঠা : পর্ব ১৫


মানবতাবোধের প্রতি অতি সম্প্রতি আমরা আরেকটি চ্যালেঞ্জ লক্ষ্য করছি মিয়ান্মারে রোহিঙ্গাদের , বিশেষত রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতনের কারণে উগ্রবাদের আরেকটি দিক আমরা লক্ষ্য করছি । যে গৌতম বুদ্ধের অহিংসা বাণীকে সামনে রেখে কলিঙ্গ যুদ্ধের যুদ্ধংদেহী সম্রাট অশোক শান্তিবাদী হয়ে উঠেছিলেন, সেই গৌতম বুদ্ধের অনুসারিরা অহিংসার বাণী প্রচার করেছেন প্রায় আজীবন। সেই থেকে বৌদ্ধদেরকে সাধারণ ভাবে শান্তিবাদী মানুষ বলে বিশ্ববাসী জেনেছে । কিন্তু রোহিঙ্গা মুসলমান এমন কী হিন্দুদের উপর রাখাইনে যে আক্রমণ চালানো হলো, তাতে অনেক বিশ্লেষকই মনে করছেন যে এক ধরণের বৌদ্ধ উগ্রবাদও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে।

তবে এ কথা ও সত্যি যে সেখানে রোহিঙ্গাদের মধ্যে মুসলিম উগ্রবাদি গোষ্ঠিও তৎপর হয়েছে সম্প্রতি। গত বছর থেকে আরাকান রোহিংগা স্যালভেশান আর্মি, মিয়ান্মারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে কয়েকবার । সর্ব সাম্প্রতিক আক্রমণের ঘটনাটি ঘটেছে গত ২৫শে আগস্ট। বলা হচ্ছে যে এই আরাকান স্যালভেশান আর্মি আসলে ইসলামি উগ্রবাদিদের সঙ্গে সম্পৃক্ত। তারা আগে অন্য নামে পরিচিত ছিল , হারক্বা আল ইয়াকিন নামে ও তারা পরিচিত ছিল। এ সব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনুন এই অনুষ্ঠানে।রচনা ও পরিবেশনায় আনিস আহমেদ ।

please wait

No media source currently available

0:00 0:10:41 0:00


XS
SM
MD
LG