অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ: পর্ব ৯


ধর্ম যখন রাজনীতির কাজে ব্যবহৃত হয় , তখন ধর্ম এবং রাজনীতি দুটোই কলুষিত হয় অনেকখানি। কিন্তু পাশাপাশি এ কথাও সত্যি যে ধর্ম পরিত্যক্ত হয়নি সম্পুর্ণ ভাবে , রাষ্ট্র জীবনের কোন জায়গা থেকেই পুরোপুরি ভাবে ধর্মকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। বিশ্ব রাজনীতিতে ধর্ম এখন যে ভাবে ব্যবহৃত হচ্ছে উগ্রবাদিদের দ্বারা সে ভাবে ব্যবহৃত না হলেও , ধর্মের একটা স্থান রাজনীতিতে যে ছিল সেটা ঐতিহাসিক ভাবে সত্য। বিভিন্ন দেশের আন্দোলন এমনকী যে আন্দোলনগুলোকে গণতান্ত্রিক বা মানবিক আন্দোলন বলে উল্লেখ করা হয় , সেগুলোতে ধর্ম প্রত্যক্ষ না হলেও একটা পরোক্ষ ভূমিকা পালন করেছে।

চাপিয়ে দেওয়া সেক্যুল্যারিজম যে সমস্যা সৃষ্টি করেছে এবং এর বিপরীতে যে ধর্ম বা উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে তা অনেকটাই যেন এই সেক্যুল্যারিজম এর বিরুদ্ধে প্রতিবাদ । এর একটি কারণ যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রগুলো তাদের প্রতিশ্রুতি পালন করতে পারেনি ,তাই ধর্মকে কেন্দ্র করে এক ধরণের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

please wait

No media source currently available

0:00 0:10:30 0:00

XS
SM
MD
LG