অ্যাকসেসিবিলিটি লিংক

ফালুজায় আক্রমণ অভিযান শুরু হচ্ছে, জাতিসংঘ বেসামরিক লোকজনের জন্য উদ্বিগ্ন


FILE - Iraqi security forces backed by Shiite and Sunni pro-government fighters prepare to attack Islamic State group positions in Fallujah, 40 miles (65 kilometers) west of Baghdad, Iraq, Monday, July 13, 2015.
FILE - Iraqi security forces backed by Shiite and Sunni pro-government fighters prepare to attack Islamic State group positions in Fallujah, 40 miles (65 kilometers) west of Baghdad, Iraq, Monday, July 13, 2015.

জাতিসংঘের কর্মকর্তারা ক্রমান্বয়ে উদ্বিগ্ন হচ্ছেন যে ফালুজায়ে হাজার হাজার পরিবার হয়ত আটকা পড়ে যাচ্ছে। ওদিকে ইরাকী বাহিনী ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ওই শহর ফিরিয়ে নেওয়ার জন্য আক্রমণ অভিযান শুরু করছে।

জাতিসংঘের শরনার্থী সংস্থা সোমবার বলেছে আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় ১০ হাজার পরিবার ফালুজা ছেড়ে যেতে পারছে না এবং তারা একটা খুব অনিশ্চিত পরিস্থিতিতে আছে। শরনার্থী সংস্থা তাদের বিষয়ে খুব উদ্বিগ্ন।

গত কয়েক দিনে প্রায় ৮০টি পরিবার পালিয়ে গেছে। ইরাকে জাতিসংঘের শরনার্থী সংস্থার সহকারি প্রতিনিধি লেইলা জেন নাসিফ বলেছেন কয়েকটি পরিবার যারা পালিয়েছে তাদের অনেক মূল্য দিতে হয়েছে---নারী ও শিশু সহ অনেকের জীবন দিতে হয়েছে।

XS
SM
MD
LG