সারা বিশ্বে তথা যুক্তরাষ্ট্রে জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রভাব কেমন পড়ছে , বিশেষ করে যুক্তরাষ্ট্রে ২ হাজার বারোর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর , তা নিয়েই আলোচনা করছেন আমাদের আজকের সাক্ষাত্কার অনুষ্ঠানের অতিথি উইসকানসিন য়ুনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা সি খান । তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।