অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করেছে কৃষকেরা


হাজার হাজার বিক্ষুব্ধ কৃষক আজ প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে তাঁদের নির্ধারিত পথ ছেড়ে নানা দিকে ছড়িয়ে পড়ে ট্রাক্টর মিছিল করেন। তাঁদের বিক্ষোভে নানা জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে, নানা জায়গায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে, কিছু বিক্ষুব্ধ কৃষক পুলিশের গাড়িতে হামলা চালান, কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে অবশ্য আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলো এই কাজের তীব্র নিন্দা করে বলেছে, কিছু সমাজবিরোধী আমাদের বিক্ষোভ মিছিলে ঢুকে পড়ে আন্দোলনকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছে।

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00
সরাসরি লিংক

আজ সকালে কয়েক হাজার কৃষক মধ্য দিল্লিতে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়ে অন্যদিকে ঘুরে যান। তাঁদের অনেকেই জাতীয় পতাকা নিয়ে লালকেল্লায় ঢুকে পড়েন। লালকেল্লার ভেতরে তাঁদের সঙ্গে সঙ্গে ঢুকে যায় বেশকিছু ট্রাক্টর। কিছু লোক পাঁচিলের উপর উঠে শিখদের ধর্মীয় হলুদ রংয়ের নিশান উড়িয়ে দেন। বিক্ষুব্ধ কৃষকদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল অনেক কম। তবু পুলিশ কৃষকদের বুঝিয়ে-শুনিয়ে লালকেল্লার বাইরে বের করে আনতে সক্ষম হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত দু'মাস ধরে প্রবল আন্দোলনের মুখে পড়ে সরকার তাদের আনা তিনটি কৃষি আইন আঠারো মাসের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছে। কিন্তু কৃষকেরা ওই প্রস্তাব মানতে চাইছেন না। কৃষকদের বক্তব্য, ওই আইনগুলি কৃষকদের স্বার্থ বিরোধী। তাঁদের দাবি, এই আইনগুলো সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

XS
SM
MD
LG