আজ যুক্তরাষ্ট্রের বাবা দিবস উদযাপিত হচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের এক নৈশ ক্লাবে গণহত্যায় ৪৯জন নিহত হয় আহত হয ৫৩জন।
প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাপ্তাহিক ভাষণে বলেন “এই বাবা দিবসে, আমাদের, একের প্রতি অপরের, যে দায়িত্ব সে বিষয়টির কথা খুব মনে হচ্ছে ।”
তিনি এই উপদেশ দেন। আমাদের এটা ভোলা উচিত নয় যে আমরা একে অপরকে ভালবেসে কত ভাল কাজ করতে পারি।
প্রিয়জনদের মৃত্যুর প্রেক্ষিতেই প্রথম বাবা দিবস উদযাপনের কথা ওঠে। ১৯০৮ সালের ৫ই জুলাই ওয়েস্ট ভারজিনিয়ায় একটি গীর্জায় এক রবিবার, তার আগের বছর কয়লার খনিতে বিস্ফোরণে যে ৩৬২ জন প্রাণ হারায়, তাদের স্মরণে প্রার্থনা সভা হয়।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সান বাবা দিবসকে স্বীকৃতি দেন।