অ্যাকসেসিবিলিটি লিংক

ডঃ ফস্টিনা প্যারেরাঃ ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত


ডঃ ফস্টিনা প্যারেরাঃ ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত
ডঃ ফস্টিনা প্যারেরাঃ ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত

ফতোয়ার নামে সংঘটিত সব ধরনের বিচার বহির্ভূত কার্যক্রমকে অবৈধ ও আইন বহির্ভূত বলে ঘোষনা করেছে বাংলাদেশ হাই কোর্ট। একই সঙ্গে এ ধরনের শাস্তি ঘোষনাকারীকে অপরাধী হিসেবে গন্য করে তার বিরূদ্ধে আইনের ধারা অনুযায়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

ডঃ ফস্টিনা প্যারেরাঃ ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত
ডঃ ফস্টিনা প্যারেরাঃ ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত

পৃথক পাঁচটি সংগঠনের দায়ের করা রিট মামলার রুলের চূড়ান্ত শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় প্রদান করে। ফতোয়া নিয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট, ব্র্যাক, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নিজেরা করি – এ পাঁচটি সংগঠন বাদি হয়ে হাইকোর্টে রিট দায়ের করে। বলা হয় গত কয়েক মাসে দেশব্যাপী ৩৯জন সালিশীর নামে অমানবিক এবং পাশবিক দোররা মারার ঘটনা ঘটেছে যা কিনা মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অশান্ত করেছে। এসব ঘটনা আইনের পরিপন্থি।

বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সূপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচীর পরিচালক ডঃ ফস্টিনা প্যারেরা বলেন ফতোয়ার নামে সংঘটিত সব কার্যক্রম বিচার বহির্ভূত।

XS
SM
MD
LG