অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী মাস থেকে অর্থনীতিতে সাহায্য করা বন্ধ করবে ফেডারেল রিজার্ভ


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা আশা করছে আগামী মাস থেকে দেশের অর্থনীতিতে সরাসরি সাহায্য করা বন্ধ করতে পারবে ব্যাংক। তবে অর্থনীতি পুরোপুরি চাঙ্গা না হওয়া পর্যন্ত যতদিন সম্ভব সুদের হার কম রাখা হবে।

ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা বুধবার জানান বিশ্বের সর্ববৃহৎ এই অর্থনীতি এখনো ধীর গতিতে এগুচ্ছে। তারা আরো জানান দেশের শ্রম বাজারে চাকুরীর সংস্থানও ধীরে হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যান জানেট ইয়েলেন বলেন গত ৭ দশকে দেশের সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় এখনও চলছে। এই অবস্থা কাটিয়ে উঠতে অন্তত ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ সুদের হার বাড়ানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।

XS
SM
MD
LG