যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে, বৃহস্পতিবার রাতে এক বন্দুকধারী 'ফেডেক্স' স্থাপনায় ৮জনকে গুলি করে হত্যা করেছেI পুলিশ সূত্র জানানো হয়, বন্দুকধারী পরে নিজেকে গুলি করে হত্যা করেI গুলি চালানোর ঘটনায়, বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছেI একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়I
'ফেডেক্স' কর্তৃপক্ষ শুক্রবার ভোরে এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেI বিবৃতিতে 'ফেডেক্স' কর্তৃপক্ষ জানায়, 'আমরা ইন্ডিয়ানাপলিস বিমান বন্দর সংলগ্ন 'ফেডেক্স' স্থাপনার দুঃখজনক গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবগত আছিI নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার বিষয়I যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছিI ঘটনার তদন্ত শুরু হয়েছেI