অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল বিমান বন্দরে বন্দুকযুদ্ধ, আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত


কাবুল বিমানবন্দরের উদ্ধার তৎপরতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের সেনাদের আগমনের দৃশ্য, ফাইল ছবি ২০শে অগাস্ট, ২০২১ -রয়টার্স
কাবুল বিমানবন্দরের উদ্ধার তৎপরতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের সেনাদের আগমনের দৃশ্য, ফাইল ছবি ২০শে অগাস্ট, ২০২১ -রয়টার্স


জার্মানির সামরিক বাহিনী সোমবার জানায়, কাবুল বিমান বন্দরের উত্তর দিকে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন আফগান নিরাপত্তা অফিসারের মৃত্যু এবং অন্তত ৩ জন আহত হয়েছেনI জার্মান সেনাবাহিনী জানায় তাদের ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই যুদ্ধে জড়িয়ে পরেI এক সপ্তাহ আগে তালিবানের রাজধানী কব্জা করার কাবুল বিমান বন্দরে পশ্চিমি দেশগুলি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছেI

লক্ষ লক্ষ আফগান জনগণ কোনো একটি উদ্ধার ফ্লাইট এ সুযোগ পাওয়ার আশায় বিমানবন্দরে ভিড় জমিয়েছেন, এই আশংকায় যে, ২০ বছর আগে তালিবানের আরোপিত সেই ইসলামী আইনের প্রবর্তন আবারোও ঘটতে পারেI

যুক্তরাষ্ট্রের উদ্ধারের সংখ্যা প্রতিদিনে ৫০০০ থেকে ৯০০০জন না হওয়ায় বিমানবন্দর এক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়, যে কারণে যুক্তরাষ্ট্রের এই প্রয়াসের সমালোচনা করা হয়েছে I

সিঙ্গাপুর সফররত, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সোমবার বলেন, "কি সেখানে ঘটছে তা মূল্যায়নের অনেক সময় পাওয়া যাবে এবং জোর দিয়ে বলেন, আমাদের প্রাথমিক মিশন ঐ অঞ্চল থেকে যাদের উদ্ধার করা প্রয়োজন, তাদের উদ্ধার করাI আমরা বিশেষভাবে আমেরিকান নাগরিক, আফগান জনগণ যারা আমাদের সহায়তা করেছেন এবং ঝুঁকিপূর্ণ মহিলা ও শিশুসহ আফগান জনগণকে উদ্ধারের প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করেছি"I

XS
SM
MD
LG