অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম দফায় ভাসানচরে নেয়া হলো ১ হাজার ৬৪২ রোহিঙ্গা।


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষানচরে স্থানান্তর শুরু হয়েছে। নৌবাহনীর টি ৭টিসহ মোট ১২টি জাহাজে করে এক হাজার ৬৪২জন রোহিঙ্গাকে ভাষানচরে নেয়া হয়। পুলিশ-নৌবাহিনী-কোষ্টগার্ডের নিরাপত্তায় তাদের চট্টগ্রামের পতেঙ্গায় বি এফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে সরাসরি জাহাজে করে ভাসানেচরে নিয়ে যাওয়া হয়। দুপরে তারা ভাষানেচরে পৌঁছায়। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেনদ্্র থেকে বৃহস্পতিবার রাতে তাদেও আনা হয় চট্টগ্রামের পতেঙ্গার অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে।স্বেচ্চায় ভাষান চরে যাচ্ছেন জানিয়ে রোহিঙ্গারা বলেন, সরকারের নেয়া আশ্রয়কেন্দ্রে যেতে পেরে তারা খুশি।

এদিকে, ভাষানচরে সরকারের উদ্যোগে উন্নতমানের বাসস্থান নির্মান করা হয়েছে বলে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হক। তিনি জানান, মিয়ানমারের বাস্তুুচ্যত আরো একটি দল শীঘ্রই ভাষানেচর যাবে। স্থানীয় প্রশাসন তাদের দেখাভালো করবে।মিয়ানমারের জাতিগত নিপীড়ন-নির্যাতনের কারণে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা এক লাখের বেশি রোহিঙ্গাকে সরিয়ে নিতে নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নে জেগে উঠা ১৩ হাজার একর আয়তনের দ্বীপে ৩হাজার কোটি টাকা ব্যায়ে গড়ে তোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্র।

প্রথম দফায় ভাসানচরে নেয়া হলো ১ হাজার ৬৪২ রোহিঙ্গা
please wait

No media source currently available

0:00 0:03:06 0:00

XS
SM
MD
LG