অ্যাকসেসিবিলিটি লিংক

অদমনীয় প্রথম বিতর্ক অনুষ্ঠানের পর নানা ধরণের মন্তব্য 


যুক্তরাষ্ট্রে মঙ্গলবার, বহুল প্রত্যাশিত প্রথম বিতর্ক অনুষ্ঠানের পর, নানা ধরণের মন্তব্য আসতে শুরু করেI এতোটাই বিশৃঙ্খল ছিল এই বিতর্ক যে, রিপাবলিকান দলীয় প্রাক্তন সেনেটর, জেফ ফ্লেইক বলেন, "আজ রাতে যে বিতর্ক শুনলাম, আমরা তার চাইতেও ভালো একটি দেশ" I

প্রেসিডেনশিয়াল ইতিহাসবিদ, মাইকেল বেসক্লোস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে গণতন্ত্রকে আবর্জনায় ছুড়ে ফেলেছেনI

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষক, ল্যারি সাবাতো লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অর্থবহ মতামতের আদান-প্রদান বা বিতর্ক করা এক কথায় অসম্ভবI তাই বাদ-বাকি বিতর্ক অনুষ্ঠান বাতিল করা হোকI

ওয়াশিংটন পোস্ট পত্রিকার কেরেন আতিয়াহ বলেছেন "পুরো বিতর্কই ছিল অস্বস্তিকর" I

XS
SM
MD
LG