অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি


বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির শনিবার আর অবনতি ঘটেছে বলে বন্যা কবলিত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে। বন্যার পানিতে ডুবে গত কয়েক দিনে ১৭ জনের প্রাণ হানির খবর পাওয়া গেছে। এছাড়া লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে আছেন। গত প্রায় ১০ দিনের বন্যার ফলে বানভাসি মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে তেমনি বন্যার পানির তোড়ে ভেসে গেছে তাদের অনেকের বাড়িঘর অথবা পানিতে তলিয়ে আছে হাজার হাজার বসতবাটি। বন্যার কারণে বিভিন্ন এলাকার সাথে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেছেন দেশের ১৬ টি জেলার ৫৯ টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তিনি আগামী কয়েকদিনে দক্ষিনাঞ্চলের কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে বলে সতর্ক করেছেন

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG